মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ভোলা পৌরসভা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবলীগ।
অনুষ্ঠানে বলা হয়, শহীদ শেখ ফজলুল হক মনি স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যুব সমাজকে নেতৃত্ব শিখিয়েছেন। যুগে যুগে তার মতো নেতার প্রয়োজন রয়েছে।
আলোচনা অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল্লাহ্ নাজু, সাধারণ সম্পাদক শাহ্ আলী নেওয়াজ পলাশ প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।